শিরোনাম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
প্রেস রিলিজ
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে অদ্য ১৮.১২.২০২৪ খ্রি. তারিখ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা সালেহা সুমি। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন
করেন সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া। উক্ত মোবাইল কোর্ট অভিযানে নিম্নলিখিত ০৩ টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা ভাঙ্গা হয়েছে কাঁচা ইট নষ্ট করা হয়েছে এবং = ৬,০০,০০০/- অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ভোলা জেলা পুলিশ, কোস্ট গার্ডের সদস্য এবং অগ্নি নির্বাপণ কাজে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা কর্মচারীগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
০১। মেসার্স ইফাত ব্রিকস
প্রোঃ জনাব ইউনুস (চুন্নু)
নীল কমল, দুলারহাট, চরফ্যাশন, ভোলা। অর্থদণ্ড=১,০০,০০০/-
০২. মেসার্স ঢাকা ব্রিকস
প্রোঃ জনাব মোঃ লিটন মাস্তান
ঘোষের হাট, মুন্সির হাট, চরফ্যাশন, ভোলা। অর্থদণ্ড= ৩,০০,০০০/-
০৩.মেসার্স তেতুলিয়া ব্রিকস
প্রোঃ জনাব মোঃ মোশারেফ
চর নুরুল আমিন, মুন্সিরহাট, চরফ্যাশন,ভোলা। অর্থদণ্ড =২,০০,০০০/-।
পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে।