Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শব্দদূষণ রোধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি। 

নতুন করে কোনো ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান করা হবে না।    

পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে ৩৩৩ -এ কল করুন।


শিরোনাম
নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক অদ্য ১১ নভেম্বর,  ২০২৪ খ্রিঃ তারিখ রোজ সোমবার পরিবেশ অধিদপ্তর,  ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান-উজ্জামান। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানার পুলিশ  সদস্যবৃন্দ। মোবাইল কোর্টের মাধ্যমে নিম্নোক্ত  প্রতিষ্ঠানের বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালনা করে ২০,০০০/-(বিশ হাজার)  টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় এবং  আনুঃ ১৪৮  (একশত আট চল্লিশ) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
##  মেসার্স কাজল স্টোর, প্রোঃ জনাব মোঃ মনির-৩২, সাহা রোড, বোরহানউদ্দিন, ভোলা-কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা এবং আনুঃ ১৪৮ (একশত আট চল্লিশ) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ  জব্দ করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/11/2024
আর্কাইভ তারিখ
22/11/2047