বিস্তারিত
০৩ মার্চ, ২০২৪ খ্রিঃ তারিখ ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলার দৌলতখান উপজেলার চর লামছিপাতা ও দক্ষিণ চর লামছিপাতা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আরাফাত হুসাইন ও জনাব রহমত উল্যাহ। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন দৌলতখান থানার পুলিশের সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া। মোবাইল কোর্টে নিম্মোক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণের পদক্ষেপ গ্রহণ না করা এবং ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত ইটভাটার কার্যক্রম পরিচালনা করার অপরাধে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়ঃ
১. মেসার্স যমুনা ব্রিকস, চর লামছিপাতা, দৌলতখান, ভোলা-কে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) টাকা জরিমানা আদায় করা হয়।
২. মেসার্স রংধনু ব্রিকস, দক্ষিণ চর লামছিপাতা, দৌলতখান, ভোলা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।