অদ্য ০৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখ পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ইলিশা ফেরীঘাট এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বাজারজাতকরণ ও বানিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা কোস্ট গার্ডের সদস্যবৃন্দ ইলিশা ফেরী ঘাটে পলিথিন ভর্তি একটি কাভার্ড আটক করে । পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সদস্যবৃন্দ ইলিশা ঘাটে উপস্থিত হয়ে মালামাল জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। অভিযানে আনুমানিক ১০(দশ)টন বা ১০,০০০(দশ হাজার) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২(দুই) লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নিম্নোক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় :