পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক অদ্য ১১/০২/২০২৫ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ০৪:৩০ টা থেকে বিকাল ০৫:৫০টা পর্যন্ত ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জিয়াউল হক ও জনাব মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন ও বিতরণ করার অপরাধের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০২০) এর ধারা ৬ক (খ) মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া এবং মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর মডেল থানার পুলিশের সদস্যবৃন্দ। ০২। উক্ত মোবাইল কোর্টে ৬,০০০/-(ছয় হাজার) টাকা জরিমানা আদায় এবং আনু: ২১১ (দুইশত এগার) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস