শিরোনাম
সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
২৬ জুন, ২০২৪ খ্রি: পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা পৌরসভাস্থ মনোহরীপট্টি এলাকায় মেসার্স বাদশা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিতে সরকার
কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন ভোলা সদর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব মোঃ তোতা মিয়া।
মোবাইল কোর্টে নিম্ম বর্ণিত ব্যক্তিগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়:
# মেসার্স বাদশা এন্টারপ্রাইজ, প্রো: জনাব মোঃ বাদশা মিয়া, মনোহরীপট্টি, ভোলা সদর, ভোলা-কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং আনু: ২২৩ (দুইশত তেইশ ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।