Wellcome to National Portal
Main Comtent Skiped

শব্দদূষণ রোধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি। 

নতুন করে কোনো ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান করা হবে না।    

পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে ৩৩৩ -এ কল করুন।


Title
পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযানে জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ নিলামে বিক্রয় পূর্বক সরকারী কোষাগারে জমা।
Details

পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযানে জব্দকৃত  নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ নিলামে বিক্রির মাধ্যমে কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল প্যাকেজিং এন্ড প্রিন্টিং, সোবাহান সওদাগড় রোড, চট্টগ্রামকে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি: তারিখ কেটে টুকরো করা অবস্থায় মোট ৩৯১ বস্তায় মোট ২১, ৯৩৫ কেজি পাওয়া যায়। শপিং ব্যাগ হিসেবে ব্যবহারের অযোগ্য পলিথিন বিক্রয়লব্দ ভ্যাট ও আয়করসহ সর্বমোট ১৬,৩৮,২৭০/-টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়।

Attachments
Publish Date
26/02/2025
Archieve Date
24/02/2027