Title
সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা
Details
অদ্য ০২ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখ রোজ বুধবার পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা পৌরসভাস্থ কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন ভোলার মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিম্নোক্ত ব্যক্তির
বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা এবং ৭৮(আটাত্তর) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
# জনাব মোতালেব
পিতা-মৃত আঃ কাদের
কাঁচা বাজার, ভোলা সদর, ভোলা।