Wellcome to National Portal
Main Comtent Skiped

শব্দদূষণ রোধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি। 

নতুন করে কোনো ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান করা হবে না।    

পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে ৩৩৩ -এ কল করুন।


Title
ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
Details
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করার অপরাধে  পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে অদ্য ১৯.১২.২০২৪ খ্রি. তারিখ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার  দক্ষিণ আইচা থানার চর মানিকা ও চর ফ্যাশন থানার আয়েশাবাগ এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা সালেহা সুমি। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া। উক্ত মোবাইল কোর্ট অভিযানে নিম্নলিখিত ০৩ টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা কিলন ভাঙ্গা এবং কাঁচা ইট নষ্ট করা হয়েছে।  মোবাইল কোর্টের মাধ্যমে  ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ভোলা জেলা পুলিশ, কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যবৃন্দ এবং অগ্নি নির্বাপণ কাজে  চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।  
০১। মেসার্স আব্দুল্লাহ ব্রিকস 
প্রোঃ জনান আন্দুল বারেক বিশ্নাস, চর মানিকা, দক্ষিণ আইচা, চরফ্যাশন, ভোলা। অর্থদণ্ড=৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা।
০২. মেসার্স মানিকা ব্রিকস 
প্রোঃ জনাব মোঃ নুরুল ইসলাম হাওলাদার, চর মানিকা, চরফ্যাশন, ভোলা। অর্থদণ্ড= ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।
০৩.মেসার্স সততা ব্রিকস 
প্রোঃ জনাব মোঃ নুর আলম, 
আয়েশাবাগ, চরফ্যাশন,ভোলা। অর্থদণ্ড =২,০০,০০০/-।
পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে।
Attachments
Image
Publish Date
19/12/2024
Archieve Date
19/02/2026